সোহাগ রায় - পরী থেকে দেবী
পরী থেকে দেবী
- সোহাগ রায়
প্রথম দিন গুলোতে
দেখতাম নেহাকে,পরীর বেশে;
সন্ধ্যার আগে, বিকেলের শেষে-
নিজ ঠিকানা হতে দূরে প্রবাসের দেশে।
এখনও নেহাকে দেখি
তবে পরী নয়,দেখি দেবীর বেশে;
আসেনি কোনদিন কন্ঠস্বর তরঙ্গে ভেসে।
একদিন ফাল্গুনের বাতাসে, মনমাতানো গন্ধ পেয়েছিলাম নেহার কেশে;
বিকালের আগে, দুপুরের শেষে।
অপরিচিতা,
পরী থেকে দেবী হয়ে গেলো চোখের নিমিষে।
No comments