তোমাকে খুঁজেছি - মনোসরোনি (Monosoroni)
তোমাকে খুঁজেছি - মনোসরোনি (Monosoroni)
তোমাকে খুঁজেছি সরোবর থেকে সরোবর। অন্তরীক্ষের প্রবাহ সে জলের সাথে মিশে যায়। তুমি বৃষ্টি হয়ে দূরে ঝরে যাও সরে যাও। একা হ্রদের ধারে বসে থাকে এক অসহায় কংকাল। কনিষ্ঠ হতে যাই থেকে যাই অপরিচয়। পরিচিত হওনা কখনও। হৃদয়ে থেকে হৃদয়ে তাই, কত জন্মের অপরিণয়। অসীম সেই মৃত্যুতে বুঝি শোধ হবে নির্বাসনের সময়? জন্মান্ধের মত একদিন পৃথিবীর পথে পরষ্পর বাড়িয়ে দিয়েছি হাত। স্পর্শে স্পর্শে পেরিয়ে গেছি সেতু চিনতে পারিনি। সেতুর নীচে যেমন এক অচেনা নদী বয়ে যায়। শূন্য নদীর দেহে জ্বলে অনেক দীপাবলী। শূন্য অসীমে জ্বলে ঝাঁকে ঝাঁকে তারা। প্রেতেরা মেতে আছে নিয়ে দুরত্বের দীপ্তি। মিলনের প্রণয় বুঝি? সাগর জানেনা তার কত পিপাসা। তোমাকে খুঁজেছি বিরল আলো-ছায়ায়। চেতনার তুলিতে বর্ণিল হয় শূন্য ক্যানভাস। প্রণয়ের মরীচিকা গোপণে বাড়াই মরু- প্রান্তর। অচেনা অচেনা থাকে শুধু ঘনিষ্ঠতার আড়ম্বর।
তোমাকে খুঁজেছি সরোবর থেকে সরোবর। অন্তরীক্ষের প্রবাহ সে জলের সাথে মিশে যায়। তুমি বৃষ্টি হয়ে দূরে ঝরে যাও সরে যাও। একা হ্রদের ধারে বসে থাকে এক অসহায় কংকাল। কনিষ্ঠ হতে যাই থেকে যাই অপরিচয়। পরিচিত হওনা কখনও। হৃদয়ে থেকে হৃদয়ে তাই, কত জন্মের অপরিণয়। অসীম সেই মৃত্যুতে বুঝি শোধ হবে নির্বাসনের সময়? জন্মান্ধের মত একদিন পৃথিবীর পথে পরষ্পর বাড়িয়ে দিয়েছি হাত। স্পর্শে স্পর্শে পেরিয়ে গেছি সেতু চিনতে পারিনি। সেতুর নীচে যেমন এক অচেনা নদী বয়ে যায়। শূন্য নদীর দেহে জ্বলে অনেক দীপাবলী। শূন্য অসীমে জ্বলে ঝাঁকে ঝাঁকে তারা। প্রেতেরা মেতে আছে নিয়ে দুরত্বের দীপ্তি। মিলনের প্রণয় বুঝি? সাগর জানেনা তার কত পিপাসা। তোমাকে খুঁজেছি বিরল আলো-ছায়ায়। চেতনার তুলিতে বর্ণিল হয় শূন্য ক্যানভাস। প্রণয়ের মরীচিকা গোপণে বাড়াই মরু- প্রান্তর। অচেনা অচেনা থাকে শুধু ঘনিষ্ঠতার আড়ম্বর।
No comments