Header Ads

Header ADS

মনিরুজ্জামান পলাশ - আমি নেই শুধু আমি নেই

আমি নেই শুধু আমি নেই

- মনিরুজ্জামান পলাশ


সব ঠিক হবে একদিন
একদিন সব ঠিক হয়ে যাবে
প্রকৃতির চিরন্তন নিয়মের মত
নিকষ গাঢ় কালো অন্ধকার ছিদ্র করে
সম্ভাবনার প্রদীপ্ত সূর্য আলোর তরঙ্গ নিয়ে হাসবে
দশ দিগন্ত কাঁপিয়ে দশ লক্ষ পাখি
একই সুরে গেয়ে উঠবে বিজয়ের স্তব সংগীত
আমাদের শুকিয়ে যাওয়া কঙ্কালসার মরা নদীগুলো
অবুঝ শিশুর অর্থহীন উচ্ছল হাসির মত
উৎফুল্ল হয়ে উঠবে অফুরন্ত জলের ভাণ্ডার নিয়ে
চোখের জলের চেয়েও বিশুদ্ধ আর স্বচ্ছ সে
জলধারায় খেলা করবে অসংখ্য রূপালী মাছের ঝাঁক
ঠিক হবে একদিন
একদিন সব ঠিক হয়ে যাবে
অবাঞ্ছিত আঁধার সহসা কেটে
আলোর বন্যায় প্লাবিত হবে
প্রখর খরায় পোড়া অরক্ষিত এই জনপদ
তোমার মনের আকাশ জুড়ে
জমাট বেঁধেছে যে অস্বচ্ছ মেঘদল
যে অশঙ্কার ঘূর্ণি বাতাস উপড়ে ফেলতে চায়
বিশ্বাসের শক্ত শিকড়
তারও অবসান হবে একদিন
কঠিন শীতের রাত্রি শেষে
তুষার গলানো উত্তাপ আসবেই সবুজের সমারোহে
আবার হাসবে তুমি হাসবে আবার
তোমার চোখ থেকে কান্না নয়
স্নিগ্ধ হাসির ঝর্ণা ধারায় হেসে উঠবে
অসুস্থ এই নগরীর প্রতিটি ঘরবাড়ি
মিথ্যের আবরণে আপাদমস্তক মোড়া সংসদ ভবন
অশিতীপর নূব্জ বৃদ্ধার মত নূয়ে পড়া
বাঙলা একাডেমীর হরিৎ চত্বর
হাজারো আবৃত্তি শিল্পীর জন্য শৃঙ্খলিত
টি এস সির নন্দন তৃষিত বুক
কাকের বিষ্ঠায় বিবর্ণ হয়ে যাওয়া
অপরাজেয় বাঙলা আর সোপার্জিত স্বাধীনতা
ঠিক হবে সব কিছু
সব কিছুই ঠিক হয়ে যাবে একদিন
স্বদেশের এই-কোমল মাটির বুক ফঁুড়ে
বেরিয়ে আসবে হীরা ও সোনার চেয়েও মূল্যবান
মূল্যবোধের মত বিশুদ্ধ খনিজ সম্পদ
যা দিয়ে প্রতিটি মানুষ গড়ে তুলতে পারবে
অন্তরাত্মার ভেতরে একেকটি মানবিক শিল্প কারখানা
যার শক্তি আলোর গতিকে হারিয়ে দেবে হাজরো গুণে
তোমার চোখ হয়ে উঠবে প্রশান্তি আর
ভালবাসার এক মহান গিরিখাদ
যে চোখের সামান্য ইশারায়
উর্দিপরা জওয়ান থেকে জেনারেল
মাঠের কৃষক থেকে কারখানার শ্রমিক
মাছিমারা কেরাণী থেকে
রাষ্ট্রের সম্পদ চুরি করা অসভ্য ইতর আমলা
চরিত্রহীন রাজনীতিবিদ
কসাইয়ের চেয়েও কুৎসিত ডাক্তার
সিঁদেল চোর থেকে শিরচ্ছেদকারী সন্ত্রাসী
সকলেই হয়ে যাবে অবুঝ শিশুর মত পুত ও পবিত্র
মায়ের চোখের দিকে তাকিয়ে যেমন
সুবোধ শান্ত বালক হয়ে যায় অশান্ত কোন শিশু
সূর্যোদয় এবং সূর্যাস্তের মত
জোয়ার এবং ভাটার মত
জন্ম এবং মৃতুøর মত
সব ঠিক হয়ে যাবে
জেনে রেখো রাত্রির গভীরতা যতটা বাড়ে
সকালের সোনালী সূর্য
ততটায় জানালার কাছে এসে উঁকি দেয়
আমার স্বদেশের মত
তোমার মুখ থেকেও নেমে যাবে কুয়াশার ধূম্রজাল
জলের নরম আয়নায় সকালের সূর্যের মত
তুমিও দেখবে সদ্য ফোটা
গোলাপ পাপড়ির ফেসিয়াল করা মুখ
সে মুখে বয়ে যাবে মাধব কুণ্ডের
ঝর্ণার মত হেরাক্লিটাসের নদী
সব ঠিক হয়ে যাবে
সব থাকবে ঠিক
শুধু বনলতার সেই
পাখির নীড়ের মত চোখ তুলে দেখবে
তোমার পাশে
আমি নেই শুধু আমি নেই।



একি অসীম পিয়াসা- কাজী নজরুল ইসলাম

No comments

Powered by Blogger.