Header Ads

Header ADS

বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই


বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই হাজার হাজার দরুদ পড়লাম সোনার মদিনায় সম্মানিত শ্রোতাদেরকে সালাম-ও জানাই দুস্তহে... এই দুনিয়া মিছে মায়া ধোঁকাবাজির ঘর আপন আপন করছ যাদের তারা সবাই পর সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দুস্তহে... অনেক কিছু করিয়াছ ফিকির-ও করিয়া বালা-খানা স্ত্রী পুত্র সকল-ই ছাড়িয়া সময় হলে পরাণ পাখি যাইবে উড়িয়া দুস্তহে... এই দুইনিয়া জুড়ছেরে ভাই আনন্দেরি মেলা সেই মেলাতে আইসা করছ কত রংগের খেলা পশ্চিমে তাকাইয়া দেখ ডুইবা যায় তোর বেলা দুস্তহে... ডুবে যাবে জীবন রবি আসবেনা আর ভোর সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণচোর শূন্য খাচা ফেলে পাখি যাইবে অচিনপুর দুস্তহে... বড়ই পাতা দিয়া গরম জলে গোসলও করাইয়া আপন জনে দিবে সাদা কাপড় পড়াইয়া চারজনেতে লইয়া যাইবে কান্দিয়া কান্দিয়া দুস্তহে... দলে দলে লোকজন আসবে জানাযার লাগিয়া মাটির ঘরে নামাইবে জানাযা পড়াইয়া একা একা ফেলে আসবে কবরে রাখিয়া দুস্তহে... কবরেতে রাখার পরে আসবে দুই ফেরেশতা দুনিয়াতে কি করেছ করিবে জিজ্ঞাসা। সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা দুস্তহে... উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই সর্প এসে দংশন করবে হাদীসেতে পাই যেই জায়গায় সাহায্য করার আপন কেহ নাই দুস্তহে... এখন ও তো সময় আছে হওনা হুশিয়ার দমে দমে জপরে মন নামটি আল্লাহর এই নামের উসিলায় সেইদিন হইয়া যাইবা পার দুস্তহে...

1 comment:

Powered by Blogger.